দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী কাল মঙ্গলবার। কাহারোল উপজেলায় ৫৬ ভোট কেন্দ্রে এক লক্ষ বত্রিশ হাজার সাতশত আশিজন ভোটার ভোট দিবেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৮টি, ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৬টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ২২টি। সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পর্ণ করা হয়েছে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, জানান, ভোটের জন্য সার্বিক নিরাপত্তার জোরদার করা হয়েছে।