কতিপয় বিএনপি নেতার নেতৃত্বে মণিরামপুরের উপজেলা বিএনপি ভাড়াখাটা দলে পরিনত হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপির এই গোষ্ঠী ভাড়া খেটে চলেছে। সর্বশেষ সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও বিএনপির এই গোষ্ঠী একজন প্রার্থীর পক্ষে ভাড়া খেটেছে। যা এখন নিজ দলের মধ্যেও সমালোচনার ঝড় বইয়ে চলেছে।
শনিবার বিকেলে যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি হাফেজ আলহাজ্ব ইয়াকুব আলীকে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপণ্ডকমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এদিকে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপির একজন শীর্ষ নেতার অনুগামী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, ইলিয়াস হোসেন, আলতাফ হোসেন, টগর, বাবলুর রহমান, খলিলুর রহমান, শফিকুল বারিসহ একাধিক নেতারা একজন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে পোস্টার টানানো, নির্বাচনী প্রচারনা চালানোসহ ওই প্রার্থীর মিছিলে দেখা মিলেছে। এদের অধিকাংশই ইউনিয়ন বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়কসহ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। দলীয় নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় গত ১৩ মে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আলতাফ হোসেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির হাইকমান্ড বরাবর লিখিতভাবে আবেদন করেছেন।
এ নিয়ে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইয়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নিজের অবস্থান তুলে ধরে গত ১৪ মে সংবাদ সম্মেল করেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নেতা-কর্মীদের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, আত্বীয়তার সূত্রে কতিপয় বিএনপি নেতা-কর্মী উভয় প্রার্থীর পক্ষে ভোট করেছেন। যে দায়িত্ব সংগঠনের উপর পড়বে কেনো ?
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ আলহাজ্ব ইয়াকুব আলী এমপি। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন দলীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ নেতৃবৃন্দ।