আগামী ২১ মে অনুষ্ঠেয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ করার দাবিতে নাগরিক সমাজের ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ সোহরাব হোসেন চৌধুরী নোমান শনিবার (১৮ মে) বিকালে (সাড়ে পাঁচটায়) তাঁর এগার মাইলস্হ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নোমান উপজেলার আওতাধীন ৩২টি ভোট কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ হিসাবে আখ্যায়িত করেন। তাঁর সাথে যারা প্রতিদ্বদ্ধীতা করছেন তাঁরা সবাই সম্মানিত ব্যাক্তি এবং তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তিনি তাঁদের সীমাহীন সম্মান করেন। এরপর ও কোন প্রভাবশীল ব্যাক্তি সহযোগিতায় তাঁরা তাঁর কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করার কারণে আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ হবে কিনা এই নিয়ে তিনি শংকা বোধ করছেন বলে তাঁর লিখত বক্তব্যে উল্লেখ করেন। বিভিন্ন স্হানে তাঁর কর্মীদের পুলিশী ভয়ভীতি প্রদর্শন করছেন বলে ও জানান। তিনি বলেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনকে তিনি নিরপেক্ষ থেকে প্রধান মন্ত্রীর নির্দেশ প্রতিপালন করার জন্য প্রশাসনকে আহ্বান জানান। তিনি এই উপজেলার জনগণকে শান্তপ্রিয় বলে উল্লেখ করে পরিবেশ পেলে তাঁরা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দৃঢভাবে আশাবাদ ব্যাক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিগত সংসদ নির্বাচন প্রতিদ্বদ্ধীতাকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহাজাহান চৌধুরী, শিকারপুর ইউ পির সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী ঝুন্টু। এই সময় নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান উল আলম চৌধুরী, এস এম মোরশেদ হোসেন চৌধুরী, মোঃ লোকমান চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী মানিক, মুশফিকুর রহমান, মোঃ সরোয়ারাদ্দী চৌধুরী, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, শাহেদুল আলম, শাহাজাহান চৌধুরী, শফিকুল আলম, নূরুল আলম, হারুন অর রশীদ, শেখ মোশেদুজ্জামান, মোঃ রাসেল, তসলিমা হায়দার, গিয়াস উদ্দিন মানিক, শাহেদুল আলম প্রমূখ।