আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় শেষ মুহুর্তের প্রচারনা জমে উঠলেও। সাধারণ ভোটারদের আগ্রহ অনেক কম। এদিকে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম জমে উঠেছে উজেলার ১৫ ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায়।
দ্বিতীয় ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে দিবারাত্র চলছে প্রার্থীদের প্রচারণার ও হকে রকমের গান শ্লোগানের মাইকিং। দেয়ালে ও রশিতে টানানো পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও দোকান পাট। বিরামহীন প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর থেকেই পুরোপুরি নির্বাচনী আমেজ সৃষ্টি হয় উপজেলাজুড়ে।
তার পরেও ভোটারদের মধ্যে আগ্রহ অনেকটাই কম। গ্রামগঞ্জে সাধারন ভেটাররা কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন। যে কারণে ভোটের প্রতি তাদের খুব একটা আগ্রহ নেই বললেই চলে। ভোটাররা ধান কাঁটার ভরা মৌসুমে ভোট নিয়ে নিয়ে তেমন আগ্রহী নয়। শনিবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার প্রচারনার শেষ সহয়ে যাচ্ছে। সরেজমিন দেখা যায়,আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেলেও সাধারণ ভোটারদের মধ্যে তা অনেকটাই কম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি কেন্দ্রে ভোটারদের নিয়ে আসার নানা পন্থা অবলম্বন করছেন সংশ্লিষ্টরা। আর এক দিন পরেই কে এই উপজেলা পরিষদের দায়িত্বে আসবেন তা নির্ধারিত হবে। উপজেলা নির্বাচন অফিস জানায়,উপজেলায় মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। উপজেলায় এবার মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৯৭২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৮৫৭ জন,নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ১১ জন এবং হিজড়া ৪ জন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বাচনের আচরণবিধি মেনে চলেন সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের সাথে।
উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল বলেন, আমি দীর্ঘ ১০ বছর সংসদ সদস্য এবং ১০ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি।
তাই আমি আশাবাদী জনগণ আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা পরিষদ গঠনে কাজ করব। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রতীকের শফিউর রহমান মিলন বলেন এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা বেড়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাঁস প্রতীকের সেলিনা আকতার শিখা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি একজন শিক্ষক ও রাজনৈতিক কর্মী। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তিনি প্রার্থী হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হাসান জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে।
কোথাও যদি আচরণবিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। উপজেলায় আমাদের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি।