গাজীপুরের কাপাসিয়ায় শিয়ালের কামড়ে এক নারীসহ দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন শখের ছলে মোঃ রাকিব শেখ (২০) ও একই এলাকার প্রবাসী মোঃ মোস্তফার স্ত্রী নাছরিন আক্তার (২৭)। শুক্রবার সকালে নাছরিন আক্তারকে এবং রাতে মোঃ রাকিবকে শিয়ালে কামড়িয়েছে।
পাবুর গ্রামর মোঃ শুক্কুর আলী বলেন, আমার ভাতিজা প্রবাসী মোঃ মোস্তফার স্ত্রী মোসাম্মৎ নাছরিন আক্তারকে নিজ বাড়ির উঠানে গিয়ে একটি শিয়াল তার হাটুর নিচে কামড়ে ধরে। পরে নাছরিন আক্তার ডাক চিৎকার করতে থাকে এবং শিয়ালের হাত থেকে বাঁচার জন্য শিয়ালের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সে নিজেই শিয়ালের দুই চোয়াল ফাঁক করে প্রাণে বেঁচে যায়। একই গ্রামের মোঃ রাকিব শেখ রাত ৮ টায় পাবুর উচ বিদ্যালয়ের পশ্চিম দিকে খোলা মাঠে পাকা সড়কের পাশে কালভার্টের উপর বসে তিন বন্ধু গল্প করতেছিল। এমন সময় একটি শিয়াল পিছন দিক থেকে এসে মোঃ রাকিবের পিঠে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এতে তার পিঠ ক্ষত হয়।
কাপাসিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান জানান, কাপাসিয়ার পাবুর গ্রামর দুইজনকে শিয়ালে কামড়ে দিয়েছে। এই হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে।