সিরাজগঞ্জ রায়গঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আবদুল আজিজ।
সাধারণ সম্পাদক ইয়ামিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবদুল হাদি আলমাজি জিন্নাহ, শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, রায়গঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, ইট ভাঁটা মালিক সমিতির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার।
অন্যান্যের মধো উপস্থিত ছিলেন ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন প্রমুখ। অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় সংসদ সদস্যসহ নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সমিতির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।