সিরাজগঞ্জ রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ আদর্শগ্রাম-২ এ স্বামীর পরকিয়ায় জীবন গেল অন্তঃস্বত্তা গৃহবধুর পাতা খাতুনের। গত শুক্রবার বেলা ২ টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ স্বামীর শয়ন ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করছেন।
প্রত্যেক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা যায়, ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের আবদুল লতিফের কন্যা মোছাঃ পাতা খাতুন (১৯) এর চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ অশ্রয়নপ্রকল্পে বাদশা সেখের পুত্র মোঃ আল রাফি (২০) এর সাথে ১ বছর পূর্বে বিয়ে হয়।
সুন্দরী পাতা খাতুন ৭ মাসের অন্তঃস্বত্তার ছিল। সে অন্তঃস্বত্তা হওয়ার পর থেকে তার স্বামীর সৎ বোন চাদনী খাতুনের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে আল রাফি। বৃহস্পতিবার রাতে তার শ্বশুরের শয়ন কক্ষে ২ জনকেই আপত্তি কর অবস্থায় দেখতে পায় পাতা খাতুন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় স্বামী তাকে বেধরক মারপিট করে। এই যন্ত্রণা সইতে নাপেরে গত শুক্রবার গলায় কালো ওড়না পেছিয়ে নিজ ঘরে ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নার তদন্তর জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুর-শ্বাশুড়ি পলাতক রয়েছে। এ ব্যাপারে পাতা খাতুনের মা হাফিজা খাতুন বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা এস.আই সোহায়বুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান, অত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার স্বজনদের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।