পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জনের আহবান জানিয়ে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বোদা পৌর শহরের ইসলামবাগ সহ বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় নের্তাকমীদের নিয়ে উপজেলা ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসনে আজাদ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।