প্রতিবন্ধি হাট মালিকের কাছ থেকে সরকারী নির্ধারিত স্থানে থাকা ফুলের হাট কেড়ে নিয়ে ব্যক্তিগত জমিতে হাট বসালেন বালিয়াডাঙ্গা ফুল বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সদস্যরা।ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা া বাজারে ঝিনাইদহ জেলা কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালনায় ফুল বিপণন কেন্দ্রটি বাংলা ১৪৩১ সনের জন্য উপজেলা প্রশাসন দরপত্র আহ্বান করে।সরকারি নিয়ম মেনে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত হাতেম আলী বেগের ছেলে দুই পা হারা শারীরিক প্রতিবন্ধী আবদুর রাজ্জাক বেগ চলতি ইংরেজি ২০২৪ সালে ২ লাখ ২০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ফুলের হাটটি পান। সরকারি নিয়ম অনুযায়ী হাট পাওয়ার পর তিনি সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখায় ৬৬ হাজার ১১৬ টাকা সরকারি কোষাগারে জমা দেন।
অপরদিকে গত ৮ এপ্রিল ২০২৪ তারিখে ১২.০২.৪৪০০.২০৫.১৪.১৭৫.২৩-২৭৩ নং স্মারকে বালয়াডাঙ্গা গ্রামের ফুল বিপণন কেন্দ্রের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সুপারিশক্রমে শারীরিক প্রতিবন্ধী আবদুর রাজ্জাককে সপ্তাহের প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুলের এই বাজার এক বছরের জন্য ইজারা প্রদান করেন ঝিনাইদহ জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট দপ্তরে আদেশ পেয়ে আবদুর রাজ্জাক ফুল বিপণন কেন্দ্রের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। গত ১৪ মে বালয়াডাঙ্গাা ফুল বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির কয়েকজন মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরকার কর্তৃক নির্ধারিত স্থানের ফুলের হাটটি জোরপূর্বক স্থানান্তর করে দাঁতপুর সড়কে কাঠকাটা মিলের সাথে ফজলুর রহমানের নিজ জমিতে ফুলের হাট বসিয়েছে। সেখানে হাটে আসা ফুল চাষী ও ব্যবসায়িদের নানারকম হুমকি-ধামকি প্রদান নানা প্ররেঅভন দেখিয়ে ফজলুর রহমান নিজে হাটটি পরিচালনা করছেন। হাট সরিয়ে নেওয়ার ঘটনা প্রচার হওয়ায় এলাকার ফুল চাষী ও ব্যাবসায়ীরা বালয়াডাঙ্গার ফুল বিপণন কেন্দ্রে না যেয়ে নতুন হাটে ফুল নিয়ে যাচ্ছে ক্ষেতমালিকরা। বর্তমানে সরকারি ফুল বিপণন কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এতে করে খাজনা আদায় করতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাট ইজারাদার। ভুক্তভোগী হাট মালিক প্রতিবন্ধী আবদুর রাজ্জাক অবশেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গত ১৫ মে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে জানতে আবদুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই ঘটনা আমি জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান স্যারকে মুঠোফোনে জানাই। ইউএনও স্যার আমাকে তার অফিসে যেতে বলেন। অফিসে যেয়ে স্যারের সাথে কথা হলে আমাকে লিখিত অভিযোগ করতে বলেন এবং ফুলের হাটটি পুনরায় যথাস্থানে ফিরিয়ে আনতে ফুল চাষী ও ব্যবসায়িদের বোঝাতে বলেন।
বালিয়াডাঙ্গা ফুল বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নিকট ব্যক্তিগত জমিতে ফুলের হাট স্থানান্তরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের খাজনা নিয়ে কোন সমস্যা নেই। হাট মালিক এবং কৃষি বিপণন কর্মকর্তা মিলে মার্কেটের একটি ঘরের তালা লাগিয়ে দেওয়াকে কেন্দওকরে অসন্তোষ দেখা দেয় ফুল চাষী ও ব্যবসায়িদের মধ্যে। তাদের সিদ্ধান্তের আলোকেই সরকারের নির্ধারিত ফুল মার্কেট ছেড়ে় আমার জমিতে ফুলের হাট বসানো হয়েছে। এখানে কারোর সাথে জোরজুলুম করা হয়নি।
ঝিনাইদহ জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফুলের হাট নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই ঝামেলা মিটে যাবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, স্থানীয় ফুল চাষী, ব্যবসায়ী হাট মালিক এবং জেলা কৃষি বিপণন অফিসের সাথে বিরোধের জেরেই হাট নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। কৃষি বিপণন কর্মকর্তা ইতোমধ্যে সৃষ্ট সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন। আমিও ব্যাপারটি নজরে রেখেছি। আশা করছি সমস্যার সমাধান দ্রুতই হবে।