মাগুরার রেল পথ প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের কাছে হতাশা ব্যক্ত করলেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি। মন্ত্রী দুপুরে মাগুরা শহরতলীর ঠাকুরবাড়ি এলাকার প্রস্তাবিত রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত সময় পার হলেও ভূমি অধিকরণ না হওয়াসহ প্রশাসনিক জটিলতায় ৭ বছরে মাত্র ৫০ শতাংশ কাজ হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান মন্ত্রী।
রেলমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, সাকিব আল হাসানের পিতা মাসুরুর রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান রানা।
২০১৮ সালে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মধুখালী -মাগুরা ব্রড গেজ রেলপথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী, যা ২০২৪ সালের চালু হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের টাকা জেলা প্রশাসনের কাছে জমা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অধিকাংশ ভূমি অধিকরণ সম্পন্ন হয়নি।
প্রকল্পের আওতাধীন অধিকাংশ জমির মালিকানার কাগজপত্রে ত্রুটি ও মামলা থাকার কারণে ভূমি অধিকারনে বিলম্ব হচ্ছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জানান। এ সময় পুলিশ সুপার মোঃ মশিউরদৌলা রেজা।