জেলার আগৈলঝাড়া উপজেলায় শুক্রবার দিবাগত রাতে এক স্কুল ছাত্রী বিষপানে ও এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে শনিবার দুপুরে মর্গে প্রেরণ করেছেন।
থানা সূত্রে জানা গেছে, পড়াশুনার জন্য পরিবারের সদস্যরা গালমন্দ করায় অভিমান করে উপজেলার পতিহার গ্রামের টমাস দাসের মেয়ে ও পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় এ- কলেজের নবম শ্রেণির ছাত্রী কণা দাস (১৫) শুক্রবার রাতে পান বরজের কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা কনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে কণা দাস মৃত্যুবরণ করেন।
অপরদিকে একই রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী মানসিক ভারসাম্যহীন নুপুর রায় (৪০) গোয়াল ঘরের রুয়ার সাথে নিজের ব্যবহৃত কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।