বাংলাদেশে বামধারার রাজনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাদের নাম উজ্জ্বল হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম কমরেড সরোজ বিশ্বাস। ষাটের দশকের শুরুতেই বাম আন্দোলনে যুক্ত হয়েছিলেন তিনি। বাম রাজনীতিকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিতে খুলনা বিভাগের অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনের শেষ দিকে নিজ বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে দুধরাজপুর গ্রামে বসবাস করতেন। শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে বাম রাজনীতির প্রবাদ পুরুষ সরোজ বিশ্বাস নিজ গ্রাম দুধরাজপুর গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পাকিস্থান আমলে ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে যুক্ত হয়ে ৭১ পরবর্তী সময়ে কমিউনিষ্ট পার্টিতে যোগদান করেন। বৃহৎ পরিসরে পার্টির দায়িত্ব পাওয়ার পর তিনি আত্মগোপনে যান।
এ সময়ে তিনি ডাকাত ধরা অভিযান, মজুরি বৃদ্ধি আন্দোলনসহ নানামুখী আন্দোলনের নেতৃত্ব সামনে থেকে দিয়েছেন। কমিউনিষ্ট পার্টি বিভক্ত হয়ে পড়লে তিনি বাংলাদেশ বিপ্লবী কমিউনিষ্টলীগে যোগদান করেন এবং সাধারন মানুষের দাবিদাবা নিয়ে কথা বলতে থাকেন এবং ১৯৭৯ সালে জনসম্মুখে আসেন।
এরপর তিনি পান চাষী আন্দোলন, আখচাষী আন্দোলনসহ নানামুখী আন্দোলনে নিজেকে সংযুক্ত করেন। ১৯৯০ সালের দিকে তিনি গণফোরামে যোগদান করেন। প্রায় ৭৪ বছর বয়সী প্রবীন এই রাজনীতিক হার মানলেন মৃত্যুর কাছে। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন।