রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. কামরুজ্জামান মোল্লা'র পক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বেলা ১১ টায় পূর্ব রূপসা বাগমারা চর-রূপসা এলাকাবাসীর উদ্যোগে বাগমারা মর্ডান সীফুডস্থ আব্বাসিয়া জামে মসজিদের সন্নিকটে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ওই উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান মোল্লা।
রূপসার নৈহাটী ইউনিয়নের ২নং বাগমারা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ শেখের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মো. সাঈদুর রহমান সগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কামরুল সরদার, সাবেক ছাত্রলীগ নেতা বাসুদেব রায় চৌধুরী, সমাজসেবক মো. আলেক নিয়া, মুক্তিযোদ্ধা মো. আমিন হাওলাদার, সাবেক আ'লীগ নেতা সরদার মনিরুজ্জামান।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা আবদুর রশিদ শেখ, যুবলীগ নেতা মোস মনি, মো. বাদল মোল্লা, আশিক ইকবাল, শাহনেওয়াজ হোসেন মিলন, আব্বাসিয়া জামে মসজিদের সভাপতি মো. আবু আমির, সাধারণ সম্পাদক মো. জনি মোল্লা, কোষাধ্যক্ষ মো. আবদুল হালিম শেখ, মো. মহিদুল শেখ, ইমরান শেখ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, নজরুল ইসলাম, রফিক শেখ, মো. মুসতাইন শেখ, তরিকুল ইসলাম, আল-মামুন শেখ, সালমান শেখ, মো. রবিউল ইসলাম, মো. আমির মুন্সি, ফজলু গাজী প্রমুখ।