দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আইনজীবির ধস্তাধস্তি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ১৭ মে শুক্রবার রাত ৯ টায় উপজেলার রাজাপুর বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে জ্যোতিশ চন্দ্র রায়ের মোটরসাইকেল মার্কার নির্বাচনী পথসভায় বিভিন্ন প্রার্থীর লোকজনের উদ্দেশ্যে দেয়া বক্তব্য শেষে সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানু বিদ্যালয়ের গেটে পৌঁছামাত্র অ্যাডভোকেট অনিমেষ রায় তার পথরোধ করেন এবং নির্বাচনী পথসভায় দেয়া বিভিন্ন বক্তব্যের ব্যাখা চান। এসময়ে উভয়ের মধ্যে তর্কের একপর্যায়ে নিজ নিজ সমর্থকদের সাথে হাতাহাতি শুরু হয়। পরবর্তিতে সংঘর্ষের রুপ নেয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ওই আইনজীবী দক্ষিণে রাজাপুর বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের দিকে সরে গেলে স্থানীয়রা ও বাজারের লোকজন এসে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আইনজীবী অনিশেষ রায় বলেন, সাবেক হুইপ মিজানুর রহমান মানু আমার ও বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দেন। আমি তার সামনে গিয়ে প্রমাণ চাওয়া মাত্রই উনি চড়াও হন। সেখানে অনাকাংখিত ঘটনা ঘটায় আমি বিব্রত হয়ে সরে যাই।
এ ব্যাপারে সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানুর কাছেও জানতে কয়েক বার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।