অদম্য ইচ্ছাশক্তির কাছে দারিদ্র্যও যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা-ই যেন প্রমাণ করল পরিবারের অভাব অনাটনের মধ্যদিয়ে নিজের উচ্চা শক্তিকে কাজে লাগিয়ে অভাব দমাতে পারেনি সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী‘কে। সব বাধা পেরিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রজিহার ইউনিয়নের রাংতা রাংতা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান গ্রুপে জিপিএ-৫ পেয়ে সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী। অর্থাভাবে কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে অনিশ্চিত হয়ে পরেছে। সে উপজেলার রাংতা গ্রামের সেলিম হাওলাদা ও রাশিদা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী সেলিম হাওলাদার। দুই সন্তানসহ চার জনের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। বড় ছেলে সিফাত হাওলাদার বরিশাল পলিটেকনিক্যাল কলেজে পড়া লেখা করে। অভাবের কারণে তার পড়াশোনা একখন বন্ধ করে দেবেন সেলিম হাওলাদার। সংসারের অনটনের কারণে হাল ছাড়তে রাজি হয়নি সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী।। বাবার ওপর চাপ কমাতে ছোট শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জুগিয়ে আসছে সে। সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী এবারের এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। অদম্য ইচ্ছাশক্তির কাছে দারিদ্র্যও যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা-ই যেন প্রমাণ করল সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী।
সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী বলেন, আমি দরিদ্রপিতার পক্ষে আমার লেখাপড়া চালানো সম্ভব ছিলো না। আমি ছোট শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জুগিয়ে আসছে অনেক কষ্টে এসএসসিদে জিপিএ ৫ পেয়েছি। স্বপ্নছিলো লেখাপড়া করে ভবিষ্যতে একজন ডাক্তার হবো। দরিদ্রতার কারণে আমার ভবিষ্যতে ডাক্তার হবা স্বপ্ন অন্ধকারে।
সেলিম হাওলাদার বলেন, আমি বর্তমানে শারিরিক ভাবে খুই অসুস্থ। চার জনের সংসার এই সামান্য আয়দিয়ে চলিয়ে আসছি। তার পরে আমার চিকিৎসা ও বড় ছেলে বরিশার পলিটেকনিক্যাল কলেজে পড়াশুনা করে। এ পরে মেয়ে সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখীকে কলেজে ভর্তি করিয়ে লেখা-পড়া করানো আমার সম্ভব না। তাই ওর লেখাপড়া বন্ধকরে দিতে হবে।
রাশিদা বেগম অশ্রুসজল চোখে বলেন, আমরা গরিব মানুষ কিভাবে ছেলে মেয়ে পড়া লেখা করাবো। আমাদের টাকা পয়সা নাই। ছেলেটা মানুষের সহযোগিতায় পড়ছে। মেয়ে সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখীর আশা ডাক্তার হবে। কিন্তু আমারা টাকার অভাবেক তাকে কলেজে ভর্তি করাতে পারবোনা। এখন তার লেখা-পড়া বন্ধ করে দিতে হবে।
রাংতা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সেলিম হাওলাদার আমার বিদ্যালয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারি। তিনি বর্তমানে হাটের রোগেভুগছে। তার বড়ছেলে সিফাত হাওলাদার একজন মেধবীছাত্র, ২২ সালে এই বিদ্যালয় থেকে জিপিএ ৫ পায়।
আমাদের সহযোগিতায় তাকে বরিশার পলিটেকনিক্যাল কলেজে সিভিল ইঞ্জিরিয়ারিং পড়াচ্ছি। সাম্মি সুলতানা সুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুখী চলতি বছর জিপিএ ৫ পেয়েছে। কিন্তু অর্থাভাবে তার কলেজে ভর্তি হওয়া অনিচ্ছিদ রয়েছে।