দাঙ্গা ভুলে গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলবোর্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা। শুক্রবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়-য়া একদল শিশু শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেছে।
সূত্র জানায়, উপজেলার পল্লী এলাকা পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বদ্ধ চলে আসছিল। একাধিকবার হামলা সংঘর্ষ ভাংচুর ও মামলার ঘটনাও ঘটেছে। রাত দিন ২৪ ঘন্টাই একটা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে থাকতো গ্রামবাসী। এই বুঝি দুই গোত্রের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লো। সতর্ক দৃষ্টি থাকতো পুলিশ প্রশাসনেরও। তারপর গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে একটি খাস জায়গার দখলকে কেন্দ্র দু’দল গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষে সহস্রাধিক নারী পুরূষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে যোগ দেয়। আহত হয় শতাধিক নারী পুরূষ। পুলিশ গ্রেপ্তার করেন ২০ জনকে।
পরে কয়েকশত লোককে আসামি করে পুলিশ মামলা করে দেন। গ্রেপ্তার এড়াতে নারী পুরূষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। গ্রামে বৃদ্ধ অসুস্থ ও শিশুরা ছাড়া আর কাউকে খুব একটা চোখে পড়ে না। মাঝে মধ্যে পুলিশ হানা দেয়। ২-৪ জনকে ধরে আনেন। এতে করে আতঙ্কে গোটা গ্রামেই এখন বিরাজ করছে ভূতুড়ে অবস্থা। একটি মাধ্যমিক ও দু’টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি পূর্বের তুলনায় অনেক কমে গেছে। বিষয়টি ওই গ্রামের শিশু শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে। তারা অনেক ভেবে চিন্তে গতকাল সাদা কাগজে লেখা বিলবোর্ড নিয়ে গ্রামীণ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে। তাদের বিল বোর্ডে লিখা ছিল, ‘দাঙ্গা নয়, শান্তি চাই’, ‘ডো নট কোয়ারেল’, ‘দল বেঁধে স্কুলে যেতে চাই’,-এমন সব কথা লিখা বিল বোর্ড ওই কোমলমতি শিশু শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছিল। শিশু শিক্ষার্থীরা বলে, ঘরে বাবা নেই, ভাই নেই। মা ও লুকিয়ে থাকেন। স্কুলে শিক্ষার্থী নেই।
বিকেলে ইচ্ছেমত খেলতে পারছি না। এই ভাবে আর ভাল লাগছে না। আমরা ঝগড়া চাই না। সকলে মিলে গ্রামে শান্তি এনে দেন। সকল মানুষকে গ্রামে এনে দেন। অরূয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের প্রভাষক মো. এলাই মিয়া বলেন, ওই শিশুদের আকুতি ও মনের চাওয়া আমাদের বুঝতে হবে। তাদের চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে কাজ করতে হবে। শিশুরা শান্তি চাই। গ্রামের সকল সর্দার মাতাব্বরকে মন খুলে শান্তি প্রতিষ্টার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে পাশের গ্রামের লোকজনকে কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই গ্রামের আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা কিন্তু বন্দি জীবনে ছটফট করছে। তাদেরকে দেশীয় অস্ত্র নয়, শিক্ষার আলোতে আলোকিত করে গড়ে তুলতে হবে। সেই দাঙ্গা হাঙ্গামাকে চিরতরে ‘না’ বলতে হবে।