রংপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমাজামান ববি বলেছেন, “আমাদের দেশের মেয়েদেরমধ্যে যোগ্যতার কোনো কমতি নেই। আমাদের শুধু তাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে যেনতারা ভয়কে জয় করে, সামাজিক বাধা অতিক্রম করেএমন কিছু করতে পারে যা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।'
শুক্রবার (১৭ মে)রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে গ্রামীণ দরিদ্র নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত নওশিন ক্রাফট এর কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেনএমপি ববি।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের জেনারেলম্যানেজার সুমন হোসাইন, খলেয়া ইউনিয়ন চেয়ারম্যানমোত্তালেবুল হক, সদর উপজেলা পূজা উদযাপনপরিষদের সভাপতি পলাশ চন্দ্র রায়,নওশিন ক্রাফট এর প্রোগ্রাম ম্যানেজার নাজনিন নাহার।সভাপতিত্ব করেন
অধ্যাপক নাসির উদ্দিন রাসেল।