চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহাসিক বেগম কাছারি প্রাঙ্গনে "আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি" শিশু কিশোর সংগঠন আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান আশিক। প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ,জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মুসলেউদ্দিন বিশ্বাস বাবু, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারীসহ আওয়ামী লীগের অংগসংগঠের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।