“আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হউন” এই শ্লোগানকে সামনে রেখে হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টারের আয়োজনে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর ধাপে হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টার হলরুমে বিশ্ব রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরওয়ার জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টারের উপদেষ্টা ও রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে হাইপারটেনশন এ- রিসার্চ সেন্টারের কর্মকর্তা কর্মচারী ও উচ্চ রক্তচাপ বহনকারী রোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা সভায় উচ্চ রক্তচাপের উপর প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।