উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং ভোট না দেয়ার আহবান জানিয়ে চাঁদপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ মে) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিএনপি নেতারা জানান, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেটে ডামি নির্বাচন বর্জনসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতোমধ্যে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন। আবার অনেক নেতাকর্মী নিজ উদ্যোগেও লিফলেট তৈরি করে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বাজারে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবি মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক শিকদার, খন্দকার মারুফ হোসেন, সাবেরা আলাউদ্দিন, শেখ শামীম, যুবদল কেন্দ্রীয় সভাপতি জিয়াউদ্দিন জিয়া, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ মানুষ অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।