চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার আনুমানিক ১০ দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেকনগর গ্রামের শহর আলীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নগদ সাতলক্ষাধীক টাকা পুড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ৫০ লক্ষাধিক টাকা হবে ধারনা করা হচ্ছে। ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্হানীয়দের সহযোগিতায় হাটহাজারী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী, অগ্নিদূর্গতদের পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক বেলা ১০ টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শহর আলীর বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই বাড়ির ১৩ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতগ্রস্হ পরিবার গুলো হল, মোঃ জসিম উদ্দিন, মোঃ জিসান উদ্দিন, মোহাম্মদ আলী, ওসমান আলী, আজগর আলী,মঞ্জুরুল আলম, করিম উদ্দিন, আবুল হোসেন, আবুল কাসেম, মোঃ আলী, মোঃ বেলাল উদ্দিন, মোঃ আলাউদ্দীন, জিয়াউল হক। ক্ষতিগ্রস্হদের মধ্যে ওসমান আলীর নগদ ৫ লাখ, মোঃ জসিম উদ্দিনের নগদ ১ লাখ, মোঃ জিসানের নগদ ৫০ হাজারসহ ৭ লক্ষাধিক নগদ টাকা আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসত ঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ৫০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। ঘরে বিদ্যূৎ সংযোগ থাকায় এবং টিনের ছাউনি হওয়ায় কেউ আগুন নিভাতে এগিয়ে যেতে সাহস করেনি। আগুন লাগার সংবাদ হাটহাজারী ফায়ার সার্ভিস কে অবহিত করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদূর্গত পরিবার গুলো এই প্রচন্ড গরমে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। গুমানমর্দ্দন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলমগীর জানান, শুক্রবার দশটার দিকে এই ওয়ার্ডের শহর আলীর বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্র হওয়ার সংবাদ পেয়ে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে নগদ প্রায় সাত লক্ষ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান ৫০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে বলে তিনি গনমাধ্যমকে জানান। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি উল্লেখ করে অগ্নিদূর্গত পরিবারের প্রায় ৪৫ জন সদস্যের জন্য তিনি দুপুরের খাবারের ব্যবস্হা করেছেন বলে ও তিনি জানান। সংবাদ পেয়ে ৪নং গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান অগ্নি দূর্গত এলাকা পরিদর্শন করে দূর্গতদের সান্ত¡না দিয়ে তাঁর পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন বলে তিনি গনমাধ্যমকে জানান। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের কাছ থেকে অগ্নিক্ন্ডোর বিষয় জানতে ফোন করলে ও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান, অগ্নি দূর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদূর্গত সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।