ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টি ও জনসর্মথন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে ওই কর্মসূচীর আয়োজন করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচীটি কবিরপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন চার রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভকেট আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, দূর্নীতি, অর্থ পাচার, নিষ্পেষিত গণতন্ত্র, খুন-গুম-জেল-জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাঁরা সরকারকে অবৈধ আখ্যা দিয়ে এ সরকারের অধীনে সকল নির্বাচনে ভোট বর্জনেরও ডাক দেন।