ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে এলেম মিয়া (৭২) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) রাতে বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। এলেম মিয়া শ্রীঘর গ্ৰামের উত্তরপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে এলেম মিয়াকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। শুক্রবার ভোরে একজন কৃষক দেখতে পায় জমির পাশে গাছের মধ্যে এলেম মিয়া লাশ ঝুলছে। পরে নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সোহাগ রানা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান তার পরিবারের তথ্য মতে এলেম মিয়া মানসিক রোগে ভুগছিলেন।