রংপুরে বিভিন্ন সড়কে চলাচলকারী থ্রিহুইলার সিএনজি ও মাহিন্দ্রার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে জেলা সিএনজি মালিক ও শ্রমিক সংগঠন। আজ দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন রুটে চলাচলকারী সিএনজি মাহিন্দ্রার মালিক শ্রমিকরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, রংপুর জেলার বিভিন্ন দুর্গম সড়কে প্রায় পাঁচ শতাধিক সিএনজি মাহিন্দ্রা চলাচলের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনন্য ভূমিকা রেখে চলেছে। রংপুর নগরীতে আট হাজার রেজিস্ট্রেশনের বিপরীতে ৪০ হাজারের অধিক অটো রিক্সা চলাচল করে দুর্ভোগ সৃষ্টি করে চলেছে। অথচ বৈধ উপায়ে সিএনজি মাহিন্দ্রা কিনে রেজিস্ট্রেশন না পেয়ে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে শ্রমিকরা। সব শেষ গত সপ্তাহে রংপুরে রেস্ট্রেশন বিহীন সব সিএনজি মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে এর সাথে জড়িত ৫ হাজার পরিবার অসহায়ভাবে দিনাতিপাত করছে। তাই অবিলম্বে এসব পরিবহনের বৈধ উপায়ে রেজিস্ট্রেশন ও সড়কে হয়রানি মুক্ত ভাবে চলাচলের দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখা ও সিএনজি মাহিন্দ্রা গাড়ির মালিক মোঃ রমজান আলী (সিএনজি ও মাহিন্দ্রা মালিক, বদরগঞ্জ)। বিটুল হোসেন, (সিএনজি ও মাহিন্দ্রা মালিক, সাতমাথা)। রাকিবুল ইসলাম রাখু, (সিএনজি ও মাহিন্দ্রা মালিক, রাধা বল্লব)। শহিদুল ইসলাম, মাহিন্দ্রা চালক। মনজুরুল ইসলাম মঞ্জু সিএনজি চালক প্রমূখ।