চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সড়ক রক্ষাণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরই আর এমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে সঞ্চয়কৃত চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, জেলা ট্রেইনার সাদ্দাম হোসেন ও ট্রেইনার জিন্নাত পারভিন প্রমুখ। পরে অতিথিদয় উপজেলায় ৬৪জন নারী কর্মীদের প্রত্যেকের মাঝে ১লক্ষ ১৮হাজার ৬৬১টাকা ৪ বছর প্রকল্প মেয়াদ শেষে বেতন হতে সঞ্চয়কৃত টাকার চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।