বাগেরহাটের মোল্লাহাটে আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা: খালিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
এছাড়া প্রশিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দু বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন সরকার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক প্রমুখ।