গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে ২'শ পিস ইয়াবাবড়ি, গাঁজা ও নগদ অর্ধ লক্ষ টাকা সহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামের সামাদ মিয়ার বাড়ির পিছনে পাকা সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইকবাল মোল্ল্যা ওরফে রাকিব (২৮) নামক এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তল্লাশি চালিয়ে তাঁর নিকট থেকে ১৮০ পিস ইয়াবাবড়ি, নগদ ৫১ হাজার ২৭০ টাকা উদ্ধার করেন। সে ওই গ্রামের মো. মোফাজ্জল মোল্লার পুত্র। এ সময় ওই এলাকার আরিফ ও শাকিল হোসেন নামক দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার ১৬ মে বিকালে সাড়ে চারটায় কাপাসিয়া থানার এস আই সালাউদ্দিন এবং এস আই মনিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দীর্ঘ দিন যাবত তারা এলাকার উঠতি বয়সী যুবকদের মাঝে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করে তাদের বিপথগামী করছে। থানার এসআই সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এছাড়া থানার এসআই রাশেদের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র সোহেল (৩৩) ও রুবেল (২৬), ফরহাদ হোসেনের পুত্র মো. ইব্রাহিম (৩২), মফিজ উদ্দিনের পুত্র মো. আমিন (২৫) কে ২০ পিস ইয়াবাবড়ি ও ২'শ গ্রাম গাঁজা সহ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
অপর দিকে থানার এসআই ফরিদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বাঘুয়া গ্রামের বন্দুকসি বাড়ির মোক্তার হোসেনের স্ত্রী সালমা বেগমকে নিজ ঘরে বাজারের ব্যাগে পলিথিন মোড়ানো অবস্থায় ৫'শ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।