পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী শান্তা খাতুন (১৭) উপজেলার ছাইকোলা ইউনিয়নের বনমালী নগর গ্রামের সাজেদুর রহমানের মেয়ে ও বিলচলন দ্বিমুখি উচ্চবিদ্যালয় বরদানগরের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন। পরিবারের দাবি সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টার দিকে বনমালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,পাশ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ঝবঝবিয়া গ্রামের রাকিবুর ইসলাম সাথে এক বছর আগে শান্তার বিয়ে হয় কিন্তু শান্তা বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করেছিলেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মোবাইল ফোনে স্বামীর সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হলে বাবার বাড়ির নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। শান্তার মা ঘরে ঢুকে দেখতে পায় তার মেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলছে। সে চিৎকারে দিলে স্থানীয়রা এসে চাটমোহর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার ইন্সপেকটর (তদন্ত) নয়ন সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।