পাবনার চাটমোহরে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে চাটমোহর রেলবাজারস্থ এলএসডি খাদ্যগুদামের ধান-চাল-গম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন নাজনীন, চাটমোহর খাদ্য গুদাম কর্মকর্তা আবদুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আঃ কুদ্দুস সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক সহ কৃষক, ব্যবসায়ী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম কর্মকর্তা জানান, বোরো মৌসুমে চাটমোহরে ৭১৩ মে.টন চাল, ৯৬৮ মে.টন ধান এবং ৬৩০ মে.টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সরকার এবারে ৪৫ টাকা কেজি দরে চাল, ৩২ টাকা কেজি দরে ধান এবং ৩৪ টাকা কেজিতে গম ক্রয় করছে।