আর মাত্র চার দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে কোন উত্তাপ নেই, নেই নির্বাচনী আমেজ। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের কাছে খুব একটা যাচ্ছেন না। শুধু মাইকে প্রচারনা আর মোটর সাইকেল শো ডাউন করেই প্রার্থীরা দায়িত্ব শেষ করছেন। চেয়ারম্যান প্রার্থীদের কোন তৎপরতাই নেই বললেই চলে। ভোটারদেরও আগ্রহ দেখা যাচ্ছে না। অন্যান্য নির্বাচনের মতো প্রার্থীদের কোন কর্মী-সমর্থক নির্বাচনী মাঠে নেই বললেই চলে। নেই মিছিল-মিটিং, নির্বাচনী সমাবেশ। নির্বাচনী অফিসও কোথাও করা হয়নি।
চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে এখন দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলেন সাবে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবে যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল। তাঁর প্রতীক আনারস। আরেকজন পাবনা জজ কোর্টের এজিপি অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী। তাঁর প্রতীক ঘোড়া। চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে গত ৩০ এপ্রিল ঢাকা চলে গেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। তাঁর কর্মী-সমর্থকদের না জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে এই নেতা নির্বাচনী মাঠ ছেড়ে চলে গেছেন। ফলে নির্বাচনী আমেজ নেই এই উপজেলায়। স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট হয়ে আনারস প্রতীক নিয়ে এখন জয়ের অপেক্ষায় রয়েছেন মির্জা রেজাউল করিম দুলাল।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন ৪ জন। এরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (প্রতীক টিউবওয়েল), আসাদ্জুামান পান্না (চশমা), ওবায়দুল ইসলাম মিঠু (উড়োজাহাজ) ও হুমায়ুন কবির (তালা)। এ পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে টিউবওয়েল আর চশমার মধ্যে। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন (ফুটবল) ও সাবিনা ইয়াসমিন রানী (কলস) এর মধ্যে। এই পদের অপর প্রার্থী আরিফিন আকতার লিলি (হাঁস)।
এবারের নির্বাচনে প্রার্থীরা যেমন খুব একটা ভোটারদের কাছে যাচ্ছেন না, তেমনি ভোটারদেরও ভোট কেন্দ্রে যেতে চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেরই মন্তব্য এ উপজেলঅয় এবার ১০ ভাগ ভোটারও ভোট কেন্দ্রে যাবেন না। কারণ প্রার্থীরাই ভোটারদের কাছে যাননি। দু’চারজন কর্মী-সমর্থক ভোট চাইছেন কিছু কিছু এলাকায়। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিমত ওয়াকিবহাল মহলের।