কচুয়ায় সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রকল্প এর আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (সোমবার) সকাল ১১ টায় কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে খাল পুনঃখনন এর উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিক কাজী সাইদুজ্জামান সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, কচুয়া উপজেলার সাংবাদিক বৃন্দ সহ রাঢ়ীপাড়া ইউনিয়নের ওর্য়াড পর্যায়ের নেতাকর্মীরা। এদিন কচুয়া উপজেলা পরিষদের রাঢ়ীপাড়া ইউনিয়নের শৈলডুবির ২.৭ কিমি খাল ও জীবনখালীর ৫.৫কিমি খাল পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়।