বাগেরহাটের কচুয়ায় ইউনিয়নের টেংরাখালী গ্রামে ১৬ মে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘঠানো হয়েছে। এতে প্রায় ১লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টেংরাখালী গ্রামের বিধবা রুমিচা বেগম এর বসত ঘরে কে বা কারা এ আগুন লাগিয়েছে। এ সময় তার টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হযেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী ক্ষতিগ্রস্থ্য পরিবারের বাড়িতে যান, তাদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ ৯ হাজার টাকা, তিন বান্ডিল টিন ও শুকনো খাবার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিপন ঘোষ।