ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্থানীয় রোস্তম আলী গোলান্দাজ উচ্চবিদ্যালয় হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ‘‘অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতি বিস্তারের প্রধান অন্তরায়’’ এই বিষয়ের উপরে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় এবং বিপক্ষে খায়রুল্লাহ সরকারি বালিক উচ্চবিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ শাহরিয়ার আমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এমন এহছান, অ্যাডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মোঃ রেজওয়ান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁঞা, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূজ্জামান খান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।