গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মে দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বক্কর সিদ্দিক, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কোহিনুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক মোল্লা, ঈদগাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা মতিন, পাবুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভাটি কাপাসিয়া হরিমঞ্জরী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো ওবায়দুল কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান।