ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে বাসের ধাক্কায় নসিমনের ৬ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন উপজেলার বাদুরগাছা এলাকার দীপক কুমার (৩৫), বৈকণ্ঠ সরকার (৬০), গৌতম কুমার (৫০), প্রতিত কুমার (৩৫), প্রতাপ কুমার (২২) ও সন্দীপ সরকার (৩০)।
স্থানীয়রা জানায়, সকালে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন যাত্রী নিয়ে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে যাত্রীবাহী শাপলা পরিবহন ধাক্কা দিলে নসিমনটি পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় নসিমনে থাকা ৬ যাত্রী আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।