পিরোজপুরের ইন্দুরকানীতে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, দেশবরেণ্য আইন বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ, ইংল্যান্ড প্রফেসর ড. এ এফ এম মনিরুজ্জামান কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে ও সহকারী সিনিয়র শিক্ষক আরিফুজ্জামানের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ আক্তারুজ্জামান ছগির, বর্তমান ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য এইচ এম ফারুক হোসাইন, ডাঃ মিজানুর রহমান, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম (মুন্না নাসির) বিদ্যুৎসাহী সদস্য নিজাম উদ্দিন গাজী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর ড. এ এফ এম মনিরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি তার বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য পেশাগত জীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, লন্ডন, ইউনেস্কো, প্যারিস এবং বিশ্বের বহু প্রতিষ্ঠানে তার আইনি পরামর্শ দিয়ে যাচ্ছেন।
ইন্দুরকানীর ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি তার দাদা মেহেউদ্দিন এর নামে নাম করন এবং বিদ্যালয়ের মাঠটি ও তার পিতা শেখ ফজলুল হকের নামে নাম করন করা হয়।