চট্টগ্রামের চন্দনাইশে ছাত্রলীগ নেতার হাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক লাঞ্ছিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজে এ ঘটনাটি ঘটে। জানা যায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড.আতিকুর রহমান সেমিনার হলে কাজ করার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাফাতুন নুর চৌধুরী রুমে ঢুকে ক্লাসরুমের বৈদ্যুতিক পাখা নষ্ট কেন মর্মে তর্কবিতর্ক করার একপর্যায়ে অধ্যাপক ড.আতিকুর রহমানকে কিলঘুসি মারে। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী প্রযুক্তা পাল ও আহত হয়। আহতদেরকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চন্দনাইশ থানার ইনচার্জ ওবায়দুল ইসলাম কলেজে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল খালেক বলেন, এটি একটি জঘন্যতম ঘটনা। বিষয়টি নিয়ে বিকালে কলেজ পরিচালনা কমিটি বৈঠক বসবে। এতে শিক্ষকদের ২/৩দিন ক্লাস বর্জনের কথা প্রাধান্য পাবে বলে জানান। গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন থানার ওসি সাহেবকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যব্স্থা নেওয়া হবে।