খুলনার পাইকগাছায় চাঁদখালী নিজ সম্পত্তি রক্ষায় ভূমি দস্যুদের দ্বারা মোছা. খুকু মনি বেগম (৪৫) জীবন এখন সংকটাপন্ন। ভূমি দস্যুদের বিরুদ্ধে একাধিকবার থানায় এজাহার ও সাধারন ডায়েরী হয়েছে। পুলিশ আসামীদের আটকপূর্বক জেল হাজতে পাঠিয়েছে। আদালত থেকে জামিনে এসে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রাখায় খুকুমনি পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। আদালতে মামলা, জিডি ও সরেজমিনে জানা যায়, উপজেলার চককাওয়ালী গ্রামের মো. নজরুল ইসলাম গাজীর স্ত্রী মোছা. খুকুমনির নিজ ভোগদখলকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখল করার চেষ্টা করছে ভূমিদস্যু একই গ্রামের মৃত ইজ্জত আলী গাজীর ছেলে মো. মনিরুল গাজী (৪২), মো. শফিকুল ইসলাম গাজী (৪৬), মৃত শামসের আলী গাজী ছেলে মো. ফরহাদ গাজী (৫৬) ও তার স্ত্রী নোকি বেগম (৪২)। ভূমি দখলের পায়তারায় গত ৭মে রাত সাড়ে ৯টায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত্ব হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে খুকুমনির উপর অতর্কিতভাবে আক্রমণ করে মাথা ধারালো অস্ত্র দিয়ে আঘাত, কানে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাকে প্রথমে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার পুত্র মো. শামীম হোসেন রেজা থানায় এজাহার দিলে পুলিশ আসামীদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। আদালতের মামলা নং ৮০/২৪। আসামি ফরহাদ হোসেন গাজী ও তার স্ত্রী নোকি বেগম জামিনে এসে হিং¯্রতা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনার দুদিন আগে ৫মে রেজা থানায় সাধারন ডায়েরী করেন, যার নং ২৬৪। আসামীদের বিরুদ্ধে এর আগে আদালতে মামলা হয়েছে, নং সিআর ৮৮৬/১৯। স্থানীয় সাংবাদিক মো. মশিউর রহমান বলেন, জমি জবর দখল বিষয়টি বারন করে ব্যার্থ হয়েছি। মো. শামীম হোসেন রেজা তার মা এর জীবন সংকটপন্ন জানিয়ে বলেন, আসামিরা জামিনে এসে আরও বেশি হিং¯্র হয়ে আমার বসতবাড়ি হামলা করে ক্ষতি করছে।