নওগাঁর পোরশায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন ইউএনও আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, ওসিএলএসডি রিয়াজুল হক, উপজেলা চাউল কল মিল মালিক সমিতির সভাপতি ওবায়দুল্লা শাহ্ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে চাল ৩ হাজার ১৭১ মেট্রিকটন, ৩২ টাকা কেজি দরে ধান ৯৬৬ মেট্রিকটন এবং ৩৪ টাকা কেজি দরে গম ৬৯৩ মেট্রিকটন ক্রয় করা হবে।