পাবনার সুজানগরে বারি গম ৩৩ প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস গত বুধবার দুপুরে উপজেলার চরভবানীপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৩-২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। স্থানীয় কৃষক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে আরো বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। মাঠ দিবসে শতাধিক কৃষক অংশ নেন। শেষে উপস্থিত কৃষকদের সম্মানী ভাতা প্রদান করা হয়।