বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ডামি ও স্থানীয় সরকার নির্বাচন বা উপজেলা নির্বাচন বর্জন করার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশনায় ফিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
বুধবার (১৫মে) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সেনহাটি ইউনিয়নসহ কয়েকটি জনাকীর্ণ স্থানে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য মোজাম্মেল শরীফ, মোঃ নাজমুল মোল্লা, এবিএম ওয়াহিদুজ্জামান রানা,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মোল্লা মনিরুজ্জামান, শেখ আসাদুজ্জামান, জহিরুল ইসলাম, মোঃ আলী মিন্টু, মোঃ হাফিজুর রহমান, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদলের প্রচার সম্পাদক মাহবুব হাসান মিঠু, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি গাজী মনিরুল ইসলাম, আশরাফ হোসেন, মোঃ সাজ্জাদ, মোঃ হেদায়েত, সোহাগ প্রমূখ।