ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বুধবার (১৫মে) বিএনপি দলীয় কার্যালয়ে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার দাবীতে উপজেলা বিএনপি’র আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মির্জা ফয়সল আমিন বলেন, আমরা ১৫বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছি। গায়েবী মামলা,জ¦ালাও পোড়াও,হামলাও মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা হয়েছে। এ সরকারের সময় আমাদের সন্তানের চাকুরী হয়না। তাই আওয়ামী লীগ আপনার কখনো বন্ধু হতে পারেনা। এ পাতানো নির্বাচন আমরা বর্জন করেছি। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না মানুষকেও ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করবেন। তিনি আরো বলেন, যারা সাংগঠনিক সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপজেলা বিএনপি’র সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি নুর আলম, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ,পৌর সভাপতি শাহাজান আলী প্রমুখ। উল্লেখ্য, শেষে জেলা সম্পাদক মির্জা ফয়সল আমিন দখলদার আওয়ামী সরকারের প্রতারণামূলক ডামি উপজেলা নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ করেন। এ সময় ৮টি ইউনিয়ন,১টি পৌরসভার সভাপতি/সম্পাদকদের মধ্যে বেশির ভাগ অনূপস্থিত ছিলেন।