রংপুরের পীরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মা সমাবেশ, পুষ্টি বার্তা, শিশু, মা ও গর্ভবতী নারীর খাদ্য ও পুষ্টি চাহিদা সম্পর্কে অবহিতকরণ সভা, শিক্ষার্থী সমাবেশ, পুষ্টি বার্তা, পুষ্টি কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুস ছালাম, মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সামছুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।