রংপুরের পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরো ধান এবং মিলারদের নিকট থেকে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান প্রধান অতিথি হিসেবে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোছাঃ সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সুলতানুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপসহকারী মোছা: শারমিন নাহার, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেনসহ মিল মালিকরা।
চলতি মৌসুমে লটারীতে নির্বাচিত কৃষকের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১৬১২ মেট্রিক টন ধান ও ৯৯ জন মিলারের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ২২৮৮ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।