চট্টগ্রামের হাটহাজারীতে পুস্টি সপ্তাহের সমাপনী দিনে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করেন। সরকারি নির্দেশনা অনুসারে গত ৯ মে পুস্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পুস্টি সপ্তাহ উপলক্ষে পুস্টি বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। এই সময় স্বাস্হ্য কমপ্লেক্সের কনসালটেন্ট বৃন্দ, সিনিয়র স্টাফ নার্সগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নত ও স্মার্ট বাংলাদেশ করতে নতুন প্রজন্মকে প্রতিদিন প্রয়োজনীয় পুস্টি সমৃদ্ধ খাবার দিতে হবে।কারন পরিমিত পুস্টি না খেলে স্বাস্থ্য বান জাঁতি আশা করা কঠিন। তাই সরকার এই বিষয়টি তৃনমূল জনগনকে সচেতন করতে এই পুস্টি সপ্তাহের আয়োজন করেছেন।