পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতার এ মেলার উদ্বোধন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন। এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।
উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। মেলার উদ্বোধক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন ছাড়াও বক্তব্য দেন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ,কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কিষাণ-কিষাণী উপস্থিত ছিলেন। মেলায় ফলজ, বনজ বৃক্ষসহ আধুনিক কৃষি যন্ত্রপাতির ২০টি স্টল বসে। বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।