পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় ছাইকোলা বাজার এলাকায় শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ছাইকোলা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাখাওয়াত হোসেন মামুন প্রমুখ। মানববন্ধনে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্কুলের সিনিয়র শিক্ষকদের না জানিয়ে নিজের পছন্দমতো লোকদের নিয়ে কোনো নির্বাচন ছাড়াই গোপনে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করে বোর্ডে পাঠিয়েছেন অনুমোদনের জন্য। শুধু তাই নয়, ওই কমিটিতে যাকে সভাপতি হিসেবে দেখানো হয়েছে তিনি এসএসসি পাশও না। পাঁচ বছর ধরে অ্যাডহক কমিটি দিয়ে স্কুল পরিচালনা হয়ে আসছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগসাজশ করে এভাবে গোপনে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করেন তারা। এদিকে এর আগে প্রধান শিক্ষকের মনগড়া ওই কমিটি যেন অনুমোদন না পায় সেজন্য ওই স্কুলের ১০ জন শিক্ষক-কর্মচারী রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে শিক্ষকরা বলেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে কোন নির্বাচনী তপসিল ঘোষনা না করে, নির্বাচন না করেই নিজের ইচ্ছেমতো শিক্ষক প্রতিনিধি,অভিভাবক সদস্য, দাতা সদস্যদের তালিকা করে নিজস্ব একজন ব্যক্তিতে সভাপতি করে কমিটি অনুমোদনের জন্য গত ১২ মে রাজশাহী শিক্ষা বোর্ডে জমা দেন। শিক্ষকমন্ডলী এই গোপন কমিটি অনুমোদন না করার জন্য আবেদন জানিয়েছেন।
ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার ও সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, ছাইকোলা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে কোন তপসিল ঘোষনা করা হয়নি, কোন নির্বাচনও হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যের যোগসাজসে গোপনে কমিটি গঠণ করে অনুমোদনের অপচেষ্টা করছেন।
ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নুরু বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। কি দিয়ে কি হয়েছে, আমি বলতে পারবো না। এই সকল ঝামেলার মধ্যে আমি নাই।
ছাইকোলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বলেন, সব কিছু নিয়মের মধ্যেই হয়েছে। নির্বাচনী তপসিল ঘোষনা, অভিভাবক প্রতিনিধি নির্বাচন, শিক্ষক প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কেউ জানেন না কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে বাধ্য নই। আমি যা করেছি, ঠিক করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মগরেব আলীর সাথে বারবার যোগাযোগ করেও তাঁকে অফিসে পাওয়া যায়নি। মোবাইল ফোনও রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান, অন্য কোন প্রার্থী না থাকায় নাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন। তিনি বলেন, নিয়ম ছাড়া কখনও কমিটি গঠণ হতে পারে না। সব কিছু নিয়মের মধ্যেই হয়েছে বলে শুনেছি।