কালীগঞ্জে এসএসসি পরীক্ষার আগেই ৭২ জন এসএসসি পরীক্ষার ছাত্রী বিয়ে হয়ে গেেেছ। এ ছাড়া জেলার ছয় উপজেলায় মোট ২১৩ জন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। ফলে ফরম পুরণ করেও তারা পরীক্ষার হলে যেতে পারেনি। স্বামীর ও শ^শুর বাড়িতে থাকায় তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেনি। এমনকি হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ১৫ নারী শিক্ষার্থীর ১৫ জনই বিবাহের কারণে পরীক্ষার হলে অনুপস্থিত িিছল ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের তথ্যে বাল্য বিয়ের এই চিত্র উঠে আসে। এ নিয়ে প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে বাল্য বিয়ে ঝিনাইদহ জেলার সকল প্রতিরোধ কমিটির তৎপরতা নিয়ে। সদর উপজেলায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৬০ জন ছাত্রী অনুপস্থিত ছিল। তন্মধ্যে ৪৬ জন বিয়েজনিত কারণে পরীক্ষা দিতে পারেনি। একই ভাবে হরিণাকুন্ডু উপজেলায় অনুপস্থিত ১৯ জন নারী পরীক্ষার্থী মধ্যে ১৪ জন, মহেশপুরে অনুপস্থিত ৬৮ জনের মধ্যে ৫০ জন, শৈলকুপায় অনুপস্থিত ৭১ জনের মধ্যে ৪১ জন, কোটচাঁদপুরে অনুপস্থিত ২৫ জনের মধ্যে ২০ জন ও কালীগঞ্জে ৭২ জন নারী পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষার হলে অনুপস্থিত ছিল। এসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার আগেই বিয়ে হয়ে গেলে ও সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
জরিপ তথ্যে উল্লেখ করা হয়েছে, শৈলকুপার ফাজিলপুর পরীক্ষা েেকন্দ্রে ৩৫ জন নারী পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১৪ জনই বাল্য বিয়ের শিকার হয়েছে। শৈলকুপা সরকারী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জনের মধ্যে ৪ জন, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৯ জনের মধ্যে ৮ জন, শৈলকুপা রাহাতন নেছা কেন্দ্রে অনুপস্থিত ৮ জনের মধ্যে ৫ জন, কাতলাগাড়ি কেন্দ্রে অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জন,বাগুটিয়া গোপালপুর কেন্দ্রে অনুপস্থিত ৫ জনের মধ্যে ৪ জন ও উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জনের বিয়েজনিত কারণে পরীক্ষা দিতে পারেনি। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তরনারায়নপুর পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ৮ জনের মধ্যে ৬ জন, ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ৮ জনের মধ্যে ৫ জন, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ১৫ জনের মধ্যে ১৫ জন, উত্তর নারায়নপুর কেন্দ্রে ৪ জনের মধ্যে ৪ জন, উজির আলী কেন্দ্রে ৫ জনের মধ্যে ৫ জন, ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ৫ জনের মধ্যে ৪ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ কেন্দ্রে অনুপস্থিত ৩ জনের মধ্যে ৩ জনের বিয়ে হয়ে গেছে। এসব বিয়ের জন্য প্রধান দায়ি গ্রাম এলাকার জনপ্রতিনিধিরা ও বিবাহ রেজিষ্টারের কাজিরা। কাজিরা মেয়ের বয়স কম হলে ও তারা তাদের রেজিষ্টার থাতায় মেয়ের বয়স বেশি করে দিয়ে বিয়ে পড়িয়ে থাকে ও তাদের খাতায় নথিভুক্ত করে।
বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করা রুরাল ডেভলপমেন্ট সেন্টারের নির্বাহী প্রধান আবদুর রহমান জানান, এসএসসি পরীক্ষার পর বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির এক সভায় নারী শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়টি তিনি তুলেছিলেন। ওই সভায় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। সে মোতাবেক ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস ৬ উপজেলায় জরিপ চালিয়ে বাল্য বিয়ের এই সত্যতা পান। তিনি বলেন বাল্য বিয়ে রোধ করতে না পারা আমাদের জন্য খুবই র্দুভাগ্যের বিষয়। শৈলকুপা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম বলেন, এই বিয়ের বিষয়ে প্রশাসনের বিন্দুমাত্র গাফলতি নেই। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটিতে যারা আছেন সবাই খুবই আন্তরিক। কিন্তু গোপনে ও স্থান পরিবর্তন করে বিয়ে দেওয়ার কারণে এসব খবর আমরা জানতে পারিনি। তিনি বলেন এই ব্যার্থতা তো আমাদেরই। অপরদিকে বিভিন্ন গ্রাম এলাকায় বাল্য বিয়ে হওয়ার খবর টেলে ও জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোন নজর দেয় না। বিশেষ করে বাল্য বিবাহ ঠেকানোর জন্য জনপ্রতিনিধিদের রয়েছে ব্যাপক দায়িত্ব। গ্রাম এলাকায় ব্যাল্য বিয়ের প্রবানতা অনেক বেশি কিন্তু এসব প্রতিরোধের বিষয়ে কেউ মাথা ঘামায় না। অনেক সময় দেখা গেছে উপজেলা প্রশাসন আইন প্রয়োগকারি সংস্থার লোকজন সাথে নিয়ে বাল্য বিয়ে বন্ধ করার পর জরিমানা ও করেছে বর ও মেয়ে পক্ষ লিখিত ভাবে অঙ্গিকারনামা দিয়েছে। কিন্তু পরবর্তীতে সে বিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গ্রাম ছেড়ে দূর দুরান্তে কোন আত্মীয় বাড়িতে নিয়ে সে সব বিয়ে দিয়ে থাকে।
ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার নাজমা সামাওয়াত বলেন, উপজেলা শিক্ষা অফিসারদের পাঠানো তথ্য মোতাবেক এই রিপোর্ট তৈরী করে জেলা প্রশাসনের দপ্তরে পাঠানো হয়েছে। তাতে অনুপস্থিত ৩২৪ জন নারী পরীক্ষার্থীর মধ্যে ২১৩ জনের বিয়ে হওয়ার সত্যতা পাওয়া গেছে।