পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দূর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদারের সাক্ষরিতে হেলাল উদ্দিন গাজী সভাপতি ও জাকির হোসেন গাজী কে সাধারন সম্পাদক করে ৯ বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এতে সহ-সভাপতি আশিষ কুমার চক্রবর্তী, দেবাশীষ চন্দ্র হালদার, সদস্য আঃ জব্বার গাজী, মোঃ নাসির উদ্দিন, মোঃ সেকান্দার হাওলাদার, মাসুমা আক্তার, মাহফুজা আক্তার। এই কমিটিতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ৩ বছর মেয়াদে ইন্দুরকানী দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। হেলাল উদ্দিন গাজী ইন্দুরকানী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তিনি ২০০৮ থেকে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন। এবার তিনি কর্ম দক্ষতা পরিচয় দেখিয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। সাধারন সম্পাদক জাকির হোসেন গাজী উপজেলা চরবলেশ্বর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। তিনি সামাজিক সংগঠন পিরোজপুর ডাক দিয়ে যাই অফিসের কর্মরত আছেন।