পাবনার সুজানগরে একই রাতে ৪ বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে ওই চুরি সংঘটিত হয়। চোর একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। মানিকহাট ইউপির সাবেক চেয়ারম্যান ডঃ মজিবর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটি সক্সঘবদ্ধ চরের দল পর্দায়ক্রমে ওই গ্রামের আফতাব হোসেন মাস্টার, আলমগীর হোসেন মাস্টার, আবদুল খালেক মাস্টার ও আবদুস সাত্তার খানের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়েছিল। এ সুযোগে চোরের দল ওই আলমগীর মাস্টারের ঘরে থাকা একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, লক্ষাদিক নগদ টাকা এবং অন্যান্য বাড়ির আলমারি থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন আমি চুরির খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।